ইদানিং একটা নষ্ট সময় পার করে চলেছি আমরা;
ক্রমশ গাঢ় আন্ধকার গ্রাস করে চলেছে আমাদের অস্তিত্ব।
আমরা প্রতিনিয়ত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি...
নিকষকালো আন্ধকারে খুঁজে ফিরছি আলোর পথ।
আমাদের কণ্ঠে আজ ধ্বনিত হয়না মিছিলের স্লোগান;
আমাদের কন্ঠে আজ বেজে ওঠেনা কোন আবিনাশী গান ।
একজোড়া অদৃশ্য হাত কন্ঠ চেপে ধরেছে আমাদের ;
আমরা কেউ কিছু বলছিনা,
সবাই প্রতিবাদহীন,
শব্দহীন...
প্রতিক্রিয়াশীলতা,
আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে মধ্যযুগে।
সাম্প্রদায়িকতা,
অক্টোপাসের মত জড়িয়ে রেখেছে আমাদের।
মৌলবাদ,
বিকাশরূদ্ধ করে রেখেছে আমাদের।
পুঁজিবাদ ,
জ়োঁকের মত শুঁষে নিচ্ছে আমাদের সভ্যতা।
আমাদের চেতনা অবলুপ্ত হয়েছে ;
কৃষ্ণগহব্বের অসীম অন্ধকারে।
আমাদের স্বপ্ন হারিয়ে গেছে,
প্রাগৈতিহাসিক প্রাণীর মত।